Site icon Jamuna Television

সিলেটে মদন মোহন কলেজ শিক্ষকের লাশ উদ্ধার

সিলেটের দক্ষিণ সুরমা থেকে মদন মোহন কলেজের শিক্ষক মো. সাইফুর রহমানের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দক্ষিণ সুরমার এলাকার সুনামগঞ্জ সিলেট বাইপাস এলাকার তেলিরাই নামক স্থান থেকে তার লাশ উদ্ধার করা হয়। সাইফুর রহমান গোয়াইনঘাট উপজেলার ফলতইল গ্রামের মো. ইউসুব আলীর ছেলে।

বর্তমানে তিনি সিলেট নগরীর টিলাগড় জমিদারবাড়ির এলাকার একটি মেসে থাকতেন। সাইফুর রহমান মদন মোহন কলেজের ইসলামের ইতিহাস বিভাগের খন্ডকালিন প্রভাষক ছিলেন। এছাড়া তিনি গোয়াইনঘাটের তোয়াকুল কলেজেও শিক্ষকতা করতেন।

দক্ষিণ সুরমা পুলিশ জানায়, সকালে দক্ষিণ সুরমার তেলিরাই এলাকায় তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় লোকজন। লাশের গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, গলায় ফাঁস দিয়ে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্বজনরা মামলার প্রস্তুতি নিচ্ছেন। গতকাল থেকে তিনি নিখোজ ছিলেন বলে পুলিশকে জানিয়েছে নিহতের পরিবারের সদস্যরা।

Exit mobile version