Site icon Jamuna Television

ভারত-পাকিস্তানে ৭১২ আইডি ও ৩৯০ পেইজ বন্ধ করেছে ফেসবুক

ভারত-পাকিস্তানে ৭১২টি অ্যাকাউন্ট এবং ৩৯০টি পেইজ মুছে দিয়েছে ফেসবুক। সোমবার, এক বিবৃতিতে জানানো হয়- এগুলোয় ‘সন্দেহজনক কর্মকাণ্ড’ লক্ষ্য করছিলো প্রতিষ্ঠানটি। এর বেশিরভাগ ভারতের প্রধান বিরোধী দল-কংগ্রেস এবং পাকিস্তান সেনাবাহিনীর সাথে সংশ্লিষ্ট।

লোকসভা নির্বাচনের আগ-মুহূর্তে এ ধরণের পদক্ষেপে কিছুটা স্তম্ভিত ভারত। কংগ্রেস তাদের নিজস্ব টুইটার পেইজ থেকে এক বিবৃতিতে জানিয়েছে, দলটির বা কোন রাজনীতিকের ভেরিভাইড পেইজ নেই এ তালিকায়। বরং, মিথ্যা তথ্য ছড়ানোর উদ্দেশ্যে খোলা ভূয়া কিছু অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে ফেসবুক। একইসাথে, সামাজিক যোগাযোগ মাধ্যমটি বরাবর পূর্ণ তালিকা প্রকাশের আবেদনও জানিয়েছে কংগ্রেস।

এদিকে, পাকিস্তান সেনাবাহিনীর সাথে সংশ্লিষ্ট ৫৭টি ফেসবুক অ্যাকাউন্ট, ২৪টি পেইজ, ৭টি গ্রুপ এবং ১৫টি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট মুছে দেয়া হয়েছে।
টিবিজেড/

Exit mobile version