Site icon Jamuna Television

পাটকল শ্রমিকদের সড়ক ও রেলপথ অবরোধ, খুলনার সাথে রেল যোগাযোগ বন্ধ

৯ দফা দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে পাটকল শ্রমিকরা। আজ সকাল থেকে তারা ৭২ ঘণ্টা কর্মবিরতি ও চার ঘণ্টা সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করছে।

সকালে চট্টগ্রামের ৯টি পাটকল শ্রমিকরা আতুরার ডিপো এলাকায় জড়ো হয়। তারা চট্টগ্রাম-হাটহাজারি সড়ক অবরোধ করে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামি সাটল ট্রেনও আটকে দেয় আন্দোলনরত শ্রমিকরা। দ্রুত তারা মজুরি কমিশন বাস্তবায়ন, বকেয়া বেতন পরিশোধসহ ৯ দফা বাস্তবায়নের দাবি জানায়। দ্রুত তা মানা না হলে আরও বড় পরিসরে আন্দোলনের যাবার হুঁশিয়ারিও দেয় শ্রমিকরা।

এদিকে খুলনাতেও রেলপথ অবরোধ করেছে শ্রমিকরা। এতে সারাদেশের সাথে খুলনার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

যমুনা অনলাইন/টিবিজেড

Exit mobile version