Site icon Jamuna Television

ডাকাত সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

নোয়াখালী সদর উপজেলায় ডাকাত সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা করেছে জনতা। রাতে ধর্মপুর ইউনিয়নের হাজিহাট এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয় সামছু মাস্টারের বাড়িতে ডাকাতির চেষ্টা করে কয়েকজন যুবক। এসময় বাড়ির লোকজন চিৎকার করলে দুজনকে কুপিয়ে আহত করা হয়। প্রতিবেশিরা ছুটে আসলে পালিয়ে যাবার সময় ফয়েজ নামে একজনকে ধরে ফেলে স্থানীয়রা। ছুরিকাঘাতে আহত দুজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।

টিবিজেড/

Exit mobile version