Site icon Jamuna Television

ইনজুরিতে মাহমুদুল্লাহ, বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা

মাহমুদুল্লাহ রিয়াদের ডান কাঁধের ইনজুরির অবস্থা ভালো নয়। তাকে দুই সপ্তাহের বিশ্রাম দেয়া হয়েছে।

নিউজিল্যান্ড সফরে চোটটা জেকে বসে। দেশে ফিরে এমআরই করান মাহমুদুল্লাহ। সেখানেই ধরা পড়ে চোঁটটি গ্রেড থ্রি টিয়ারের, অর্থাৎ বেশ জটিল। এখন বিশ্রাম ও পুনর্বাসন শেষে যদি ভালো না হয়, তবে অস্ত্রোপচারের দরকার পড়তে পারে।

ডান কাঁধের এই ইনজুরি কত দ্রুত সেরে উঠবে সেটি নিয়ে অনিশ্চয়তাও আছে। এতে মাহমুদুল্লাহর বিশ্বকাপ খেলার সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

টিবিজেড/

Exit mobile version