Site icon Jamuna Television

জাতীয় পার্টিতে কোনো বিভক্তি নেই: রওশন এরশাদ

জাতীয় পার্টিতে কোনো বিভক্তি নেই। দলের চেয়ারম্যান এইচ এম এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টি ঐক্যবদ্ধ আছে। এমন মন্তব্য করেছেন দলের সিনিয়র কো চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা রওশন এরশাদ।

জাতীয় যুব সংহতির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে রাজধানীর কাকরাইলে সমাবেশে এ কথা বলেন তিনি।

এইচ এম এরশাদকে দক্ষিণ এশিয়ার উন্নয়নের রুপকার উল্লেখ করে রওশন এরশাদ বলেন, তাকে দমিয়ে রাখতেই মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। বনানীর অগ্নিকাণ্ডের কারণ খুঁজে বের করে দায়ীদের শাস্তির আওতায় আনার আহ্বান জানান রওশন এরশাদ। জাতীয় পার্টিকে ক্ষমতায় নেওয়ার আন্দোলনে শরিক হতে জনগণের প্রতি আহ্বান জানান জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিএম কাদের।

টিবিজেড/

Exit mobile version