Site icon Jamuna Television

সদরঘাট এলাকার ১০৬ শপিংমলের মধ্যে ৫৪টি অতি ঝুঁকিপূর্ণ

রাজউকের পাশাপাশি ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও সুউচ্চ ভবন পরিদর্শন করে অগ্নিনিরাপত্তা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ফায়ার সার্ভিসের আলাদা দশটি টিম নগরের বিভিন্ন স্থানে অভিযান চালায়। রাজধানীর সদরঘাটে ১০৬ টি মার্কেট বা শপিংমলের মধ্যে ৫৪টি অত্যন্ত ঝুঁকিপূর্ণ, বাকিগুলো ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এ

ছাড়া সদরঘাট এলাকার ৭৭ টি বহুতল ভবণও অগ্নিনির্বাপনের দিক থেকে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সকালে সেখানে অভিযান চালায় তারা।

এসময় ইস্ট বেঙ্গল সুপার মার্কেটের সামনে ‘অগ্নি ঝুঁকিপূর্ণ’ চিহ্নিত করে ব্যানার টাঙিয়ে দেয় ফায়ার সার্ভিস। মার্কেট কর্তৃপক্ষ পর্যাপ্ত অগ্নি নির্বাপন সুবিধা সংযুক্ত করলে ব্যানার সরানো হবে বলে জানায় ফায়ার সার্ভিস।

টিবিজেড/

Exit mobile version