Site icon Jamuna Television

মেসিকে ‘ঈশ্বর’ ডাকা বন্ধ করা উচিত: পোপ

আর্জেন্টিনা সুপারস্টার লিওনেল মেসিকে ‘দিওস’ সম্বোধন করেন বার্সেলোনা সমর্থকরা। স্প্যানিশ ভাষার শব্দটির ইংরেজিতে ‌’গড’ বা ঈশ্বর। তার জার্সি নাম্বার ১০।

তবে এ নিয়ে বেঁকে বসেছেন ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস। তার মতে, মেসিকে ‘ঈশ্বর’ ডাকা বন্ধ করা উচিত। রোববার স্প্যানিশ টেলিভিশন চ্যানেল লা সেক্সতাকে দেয়া সাক্ষাৎকারে মেসিকে প্রশংসায় ভাসান পোপ। তবে সেই সঙ্গে আর্জেন্টাইন তারকা ফুটবলারকে ঈশ্বর ডাকতে নিষেধ করেন।

পোপ বলেন, তত্ত্ব অনুসারে মেসিকে ‘ঈশ্বর’ ডাকা অপবিত্রকরণ। এটি করা যায় না। কেউ তাকে ঈশ্বর ডাকতে পারেন না। আমি আপনার পূজা করি বলতে পারেন না। একমাত্র ঈশ্বরের আরাধনা করা যায়।

যমুনা অনলাইন/কিউএস

Exit mobile version