Site icon Jamuna Television

গ্রাহকের ৭ কোটি টাকা আত্মসাৎ, ঢাকা ব্যাংকের কর্মকর্তা গ্রেফতার

৭ কোটি ৮ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে ঢাকা ব্যাংক লিমিটেড ফেনী শাখার প্রিন্সিপাল অফিসার গোলাম সৈয়দ রাসেবকে রাজধানীর কাকরাইল এলাকা থেকে গ্রেফতার করেছে দুদক।

রাসেব ফেনী শাখায় কর্মরত অবস্থায় ২০১৮ সালের জুন মাস চলতি বছরের মার্চ মাস পর্যন্ত ৩৮ জন গ্রাহকের হিসাব থেকে বিভিন্ন অংকের অর্থ বিভিন্ন ব্যক্তির হিসাবে প্রতারণার মাধ্যমে স্থানান্তর করেন। এর সেগুলো উঠিয়ে আত্মসাৎ করেন।

এ বিষয়ে ব্যাংকটির ফেনী শাখার ব্যবস্থাপক মোঃ আক্তার হোসেন বাদী হয়ে গত ১৯ মার্চ ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

এর ভিত্তিতে আজ মঙ্গলবার দুদক কর্মকর্তারা অভিযান চালিয়ে আসামিকে রাজধানীর কাকরাইল থেকে গ্রেফতার করেন।

যমুনা অনলাইন/কিউএস

Exit mobile version