Site icon Jamuna Television

খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো: বিএসএমএমইউ পরিচালক

ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো বলে জানিয়েছেন বিএসএমএমইউ- এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মাহবুবুল হক।

আজ মঙ্গলবার দুপুর সাড়ে তিনটায় বিএসএমএমইউ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

মাহবুবুল হক বলেন, ৫ সদস্যের মিডিকেল বোর্ড প্রধান জিলন মিয়া সরকার খালেদা জিয়ার সাথে দেখা করেছেন। নতুন কিছু ঔষধ খালেদা জিয়াকে দেয়া হয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, খালেদা জিয়া তার চিকিৎসায় সন্তুষ্ট বলেই মনে হয়েছে এবং তিনি স্বাভাবিকভাবে কথা বলছেন। তিনি এখন তার দুই হাত অনেকটাই স্বাভাবিকভাবে নাড়াতে পারছেন বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।

যমুনা অনলাইন/কিউএস

Exit mobile version