Site icon Jamuna Television

ভিসি ভবনের সামনে ভিপি নুরের অবস্থান কর্মসূচি

ডাকসু ভিপি নুরুল হক নুরকে নাজেহাল ও শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ভিসি ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন ডাকসু ভিপি নুরুল হক নুর।

গতকাল বিকেলে সলিমুল্লাহ হলে ছাত্রলীগ কর্মীরা একজন শিক্ষার্থীর ওপর হামলা চালিয়েছে এমন অভিযোগে ভিপি’র নেতৃত্বে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল হয়। পরে এসএম হলের প্রভোস্টের কাছে অভিযুক্তদের বিচার দাবি করেন তারা। এসময় ছাত্রলীগ নেতাকর্মীরা হলে জড়ো হয়ে শ্লোগান দিতে থাকেন। অবরুদ্ধ হয়ে পড়েন ভিপি নুরসহ শিক্ষার্থীরা। তাদের লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
টিবিজেড/

Exit mobile version