Site icon Jamuna Television

বিশ্বজিৎ হত্যা মামলার ৩ আসামির মুক্তি

পুরান ঢাকার বিশ্বজিৎ দাস হত্যা মামলায় খালাস পাওয়া তিন আসামি আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে কারাগার থেকে মুক্তি পেয়েছেন। এই তিনজনই  উচ্চ আদালতে আপিল করলে মামলা থেকে খালাস পায়।

মুক্তিপ্রাপ্তরা হলেন- বরিশালের আগৈলঝাড়ার এএইচএম কিবরিয়া (৩১), মানিকগঞ্জের সাটুরিয়া থানার রাজৈর এলাকার গোলাম মোস্তফা (২৬) ও নরসিংদীর মনোহরদী থানার চন্দ্রনবাড়ি এলাকার সাইফুল ইসলাম (২৪)। এই তিনজনই উচ্চ আদালতের নির্দেশে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার থেকে মুক্তি পেয়েছেন। ২০১২ সাল থেকে বিশ্বজিৎ হত্যা মামলার এই তিন আসামি কারাগারের বন্দী ছিলেন।

 ২০১২ সালের ৯ ডিসেম্বর বিশ্বজিৎ দাসকে ঢাকার বাহাদুর শাহ পার্কের কাছে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা।
টিবিজেড/

 

Exit mobile version