Site icon Jamuna Television

ভিসির সঙ্গে ভিপি নুরের বৈঠক

ডাকসু ভিপি নুরুল হক নুরকে নাজেহাল ও শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ ঘিরে উদ্ভূত পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আখাতারুজ্জামান। সকাল ১০টার কিছু আগে ভিসি কার্যালয়ে শুরু হয় বৈঠকটি, শেষ হয় পৌনে ১১টার দিকে।

বৈঠক শেষে ভিপি নুরুল হক নুর বলেন, গঠনমুলক আলোচনা হয়েছে।

বৈঠকে উপাচার্য ছাড়াও উপস্থিত ছিলেন প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক ও আন্দোলনরত শিক্ষার্থীরা। এর আগে ভিসি ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ হলে ছাত্রলীগ কর্মীরা একজন শিক্ষার্থীর ওপর হামলা চালিয়েছে এমন অভিযোগে ভিপি’র নেতৃত্বে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল হয়। এসময় ছাত্রলীগ নেতাকর্মীরা পাল্টা শ্লোগান দেয়। অবরুদ্ধ হয়ে পড়েন ভিপি নুরসহ শিক্ষার্থীরা। তাদের লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

Exit mobile version