Site icon Jamuna Television

চমক দিয়ে নিউজিল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা

সবার আগে ২০১৯ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। সবচেয়ে বড়ো চমক উইকেটরক্ষক-ব্যাটসম্যান টম ব্ল্যান্ডেলের অন্তর্ভুক্তি।

২ টেস্ট আর ৩ টি-টোয়েন্টি খেললেও এখনও ওয়ানডে অভিষেক হয়নি ২৮ বছরবয়সী এই ডান হাতির। এদিকে, গেলো কয়েক সিরিজে লেগ স্পিনার টড অ্যাস্টল নিয়মিত দলে থাকলেও, বাদ পড়েছেন বিশ্বকাপ স্কোয়াডে। কন্ডিশন আর উইকেট বিবেচনায় অভিজ্ঞ ইস সোধিকে দলে নিয়েছে নিউজিল্যান্ড। সবশেষ ভারত সিরিজের দলে ছিলেন এই লেগি। বিশ্বকাপে ব্ল্যাক ক্যাপদের নেতৃত্ব দিবেন কেন উইলিয়ামসন।

দলের বাকিরা হলেন মার্টিন গাপটিল, হেনরি নিকোলস, রস টেইলর, টম ল্যাথাম, কলিন মুনরো, জিমি নিশাম, কলিন ডি গ্রান্ডহোমে, টিম সাউদি, ম্যাট হেনরি, লোকি ফারগুসন আর ট্রেন্ট বোল্ট। মাইক হেসনের বদলে কোচ হিসেবে গ্যারি স্টেড দায়িত্ব নেয়ার পর এই দলই নিয়মিত খেলছে বিভিন্ন সিরিজে।

টিবিজেড/

Exit mobile version