Site icon Jamuna Television

যৌথ বাহিনীর সাথে গোলাগুলিতে বাঘাইছড়ি ব্রাশফায়ারের মূল পরিকল্পনাকারী নিহত

রাঙ্গামাটির নাইক্ষ্যংছড়িতে যৌথ নিরাপত্তা বাহিনীর সাথে গোলাগুলিতে জ্ঞান শঙ্কর চাকমা নামে একজন নিহত হয়েছে। দাবি করা হচ্ছে, বাঘাইছড়িতে ব্রাশফায়ারে সাতজনকে হত্যার ঘটনার মূল পরিকল্পনাকারী সে।

র‍্যাবের এর ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে দৌলঝিরি এলাকায় অভিযান চালানো হয়। এসময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে গুলি করে সন্ত্রাসীরা। নিরাপত্তা বাহিনী পাল্টা গুলি করলে জ্ঞান শঙ্কর চাকমা নিহত হয়।

পরে ঘটনাস্থল থেকে ৭টি এসএমজিসহ বিপুল পরিমাণ গুলি ও নগদ টাকা উদ্ধার করা হয়। গত ১৮ মার্চ নির্বাচনী দায়িত্ব পালন শেষে ফেরার পথে সন্ত্রাসীদের ব্রাশফায়ারে বাঘাইছড়িতে সহকারী প্রিজাইডিং অফিসারসহ ৭ নিহত হয়। এরপরই ঘটনায় জড়িতদের ধরতে যৌথ অভিযান শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

টিবিজেড/

Exit mobile version