Site icon Jamuna Television

নাটোরে অনুষ্ঠিত হয়েছে বারুনী গঙ্গা স্নান

নাটোরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বারুনী গঙ্গা স্নান। পাপ মুক্তির আশায় ভোর থেকে বাকসোর এলাকায় গদাই নদী ঘাটে ভিড় করেন হাজারো পূর্ণার্থী।

এ উপলক্ষে গতরাতে আয়োজন করা হয় কালী পূজার।

সকালে অনুষ্ঠিত হয় ভক্তিমূলক গান আর কীর্তন। এরপর পূজা-অর্চনাসহ নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী চলে স্নান উৎসব। আয়োজকরা জানান, প্রতি বছর দোল পূর্ণিমার ১২ দিন পর চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশীতে এই পূণ্যস্নান অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে দূর-দূরান্ত থেকে এসেছেন সাধু-সন্ন্যাসীরা।

এদিকে, গঙ্গা স্নান উৎসবকে ঘিরে বাকসোর ঘাট এলাকা জুড়ে বসেছে গ্রামীণ মেলা।

Exit mobile version