Site icon Jamuna Television

চলতি অর্থবছর শেষে প্রবৃদ্ধি ৮ শতাংশ হতে পারে: এডিবি

স্বল্প মেয়াদে স্থিতিশীল থাকবে বাংলাদেশের অর্থনীতি। তবে দীর্ঘমেয়াদে উন্নয়ন ধরে রাখতে রাজস্ব আহরণে সক্ষমতা বাড়াতে হবে। নিশ্চিত করতে হবে বিদ্যুতের সুষ্ঠু ব্যবহার।

আজ বুধবার সকালে ‘ডেভেলপমেন্ট আউটলুক’ প্রতিবেদন প্রকাশ করে এসব পর্যবেক্ষণের কথা জানিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক- এডিবি।

সংস্থাটি পূর্বাভাস দিয়েছে, চলতি অর্থবছর শেষে জিডিপির প্রবৃদ্ধি হবে ৮ শতাংশ। পরের বছরে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অন্যতম শক্তিশালী অর্থনীতির দেশ হবে বাংলাদেশ। তবে আর্থিক খাতে ঋণের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি।

ডুইং বিজনেস সূচকে অবস্থান ভালো না হলে কাঙ্খিত বিনিয়োগ টানতে পারবে না বাংলাদেশ, বলেছে সংস্থাটি। এর জের ধরে অর্থনৈতিক অঞ্চল ঘিরে আগ্রহ কমতে পারে ব্যবসায়ীদের। এ জন্য মধ্যমেয়াদী বাজেট কাঠামোর সঠিক বাস্তবায়নে জোর দেন এডিবির গবেষকরা।

এডিবি’র প্রতিবেদনে ব্যাংকিং খাতের আরো উন্নতির পরামর্শ দিয়ে বলা হয়, খেলাপি ঋণ কমাতে হবে। তাছাড়া এ ব্যাংকগুলোতে সুশাসন প্রতিষ্ঠা করার জন্য পরিচালচনায় দক্ষতা বৃদ্ধি ও আইনি কাঠামোর উন্নতি করার প্রয়োজন আছে।

Exit mobile version