Site icon Jamuna Television

ভারতের স্যাটেলাইট ধ্বংস করা মহাকাশ স্টেশনের জন্য ঝুঁকিপূর্ণ: নাসা

ভারত সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ছুঁড়ে স্যাটেলাইট ধ্বংসের যে পরীক্ষা চালিয়েছে, তা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের জন্য বড় ক্ষতির কারণ হতে পারে। এমন আশঙ্কার কথা জানিয়েছে মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা।

মঙ্গলবার এক বিবৃতিতে সংস্থাটির প্রধান জিম ব্রাডেনস্টাইন জানায়, ভারতীয় উপগ্রহের ধ্বংসাবশেষের সাথে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের সংঘর্ষের শঙ্কা ৪৪ শতাংশ বেড়ে গেছে। এছাড়া ধ্বংসাবশেষের অন্তত চার’শটি টুকরা ছড়িয়ে পড়েছে যার মধ্যে বড় অন্তত ৬০ অংশের সন্ধান মিলেছে।

এরই মধ্যে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ধ্বংসাবশেষগুলোর মধ্যে ২৪টিকে ওপরের দিকে উঠতে দেখা গেছে। যা অন্য স্যাটেলাইটের সাথে সংঘর্ষ হলে ঝুঁকি বাড়বে। এছাড়া মহাকাশচারীদের জন্যও বিপজ্জনক বলে মন্তব্য করেছে নাসা।

এমন ক্ষতির কথা বিবেচনা করে ২০০৮ সালের পর থেকে যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীন এমন কোনো পরীক্ষা চালায়নি।

Exit mobile version