Site icon Jamuna Television

মমতাকে পশ্চিমবঙ্গের উন্নয়নে ‘স্পিডব্রেকার’ বললেন মোদি

পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের কড়া সমালোচনা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তৃণমূল নেত্রীকে পশ্চিমবঙ্গের উন্নয়নে স্পিডব্রেকার বলে অভিহিত করেন তিনি।

বুধবার বিকেলে কলকাতার ব্রিগেড ময়দানে বিজেপির সমাবেশে যোগ দেন মোদি। মমতার দলে পরিবারতন্ত্রের চর্চার অভিযোগ করেন তিনি।

মোদি আরো অভিযোগ করেন, গরীবদের জন্য সরকারের নেয়া পদক্ষেপে বাঁধা তৈরি করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। দলীয় কর্মীদের নিয়ে লুটপাটের অভিযোগও তোলেন মমতার বিরুদ্ধে। নরেন্দ্র মোদির সমাবেশের দিন, কোচবিহার থেকে প্রচারণা শুরু করেন মমতা। আগে দিল্লি সামাল দিয়ে, পরে পশ্চিমবঙ্গে নজর দেয়ার জন্য মোদিকে পরামর্শ দেন তিনি। বিজেপি-তৃণমূল পাল্টাপাল্টি সমাবেশ ঘিরে বুধবার দিনভর উত্তেজনা ছিল পশ্চিমবঙ্গে।

নরেন্দ্র মোদি বলেন, বাম, কংগ্রেস, মমতা দিদি সব একই মুদ্রার এপিঠ-ওপিঠ। এদের মোকাবিলা এই চৌকিদারের সাথে। চৌকিদার পশ্চিমবঙ্গে কাজ করতে চায়। গরীবদের উন্নয়নে কাজ করতে চায়। কিন্তু পশ্চিমবঙ্গের দিদি স্পিডব্রেকার। তিনি উন্নয়নে ব্রেক লাগিয়ে দিয়েছেন।

Exit mobile version