Site icon Jamuna Television

সংসদের দ্বিতীয় অধিবেশন ২৪ এপ্রিল

একাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে আগামী ২৪ এপ্রিল। ওই দিন বিকাল ৫টায় অধিবেশন শুরু হবে বলে সংসদ সূত্রে জানা গেছে। বুধবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার সাংবিধানিক ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, সাংবিধানিক বাধ্যবাধকতার এই অধিবেশন সপ্তাহখানেক চলতে পারে। এই অধিবেশনের পর জুনে শুরু হবে বাজেট অধিবেশন।

সংসদের প্রথম অধিবেশন গত ১১ মার্চ শেষ হয়। সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী একটি অধিবেশন থেকে অন্য অধিবেশনের মধ্যবর্তী বিরতি ৬০ দিনের বেশি হবে না।

Exit mobile version