Site icon Jamuna Television

বায়ু দূষণে শিশুদের গড় আয়ু কমছে প্রায় দু’বছর

বায়ু দূষণের কারণে বর্তমানে বিশ্বে জন্ম নেয়া শিশুর গড় আয়ু কমবে প্রায় দু’বছর। বুধবার এ তথ্য প্রকাশ করেছে স্টেট অব গ্লোবাল এয়ার “এসওজিএ”২০১৯।

প্রতিবেদনে বলা হয়, সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকার তালিকায় রয়েছে ভারত-পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার দেশগুলো। যেখানে জন্ম নেয়া শিশুর গড় আয়ু কমবে আড়াই বছর বা ৩০ মাস। পরের অবস্থানে রয়েছে সাব-সাহারা মরুভূমি এবং পূর্ব এশিয়ার দেশগুলো। বায়ু দূষণের মাত্রা বাড়ার প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, যানবাহন, শিল্প-কারখানা থেকে নির্গত ধোঁয়া। এসব কারণেই বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ বলছে, মানুষের সচেতনতা বাড়ানোর মাধ্যমেই কেবল কমিয়ে আনা সম্ভব বায়ু দূষণের মাত্রা। পরিসংখ্যান বলছে, কেবল বায়ু দুষণে বিশ্বে মারা যায় ৪১ শতাংশ মানুষ।
টিবিজেড/

Exit mobile version