Site icon Jamuna Television

আজও চলেছে পাটকল শ্রমিকদের ধর্মঘট

মজুরি কমিশন বাস্তবায়ন, বকেয়া পরিশোধসহ ৯ দফা দাবিতে দেশের ২৬টি রাষ্ট্রায়ত্ত পাটকলে চলেছে ৭২ ঘণ্টার ধর্মঘট।

উৎপাদন বন্ধ রেখে খুলনায় তৃতীয় দিনের মত রেল ও সড়কপথ অবরোধ করে বিক্ষোভ করছে পাটকলের শ্রমিকরা। তারা মজুরি কমিশন বাস্তবায়নের দাবি জানাচ্ছেন। অবিলম্বে দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা।

সকাল সাড়ে আটটায় চট্টগ্রামে বিক্ষোভ শুরু করে আমিন জুট মিলের শ্রমিকরা। তারা যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। অবরোধ করা হয় নাজিরহাটগামী ট্রেন। আগামীকাল সকাল ৬টায় শেষ হবে এই ধর্মঘট। এছাড়া নারায়ণগঞ্জ, রাজশাহী, নরসিংদীসহ বিভিন্ন জেলায় বিক্ষোভ করছে পাটকল শ্রমিকরা। শ্রমিক আন্দোলনে শেষ কর্মদিবসে ভোগান্তি বেড়েছে সাধারণ অফিসগামী আর এইচএসসি পরীক্ষার্থীদের।

Exit mobile version