Site icon Jamuna Television

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি পেলে

ব্রাজিল থেকে প্যারিসে গিয়েছেন অনুষ্ঠানে যোগ দিতে। তাতে কিলিয়ান এমবাপ্পের সঙ্গে হাসিখুশি দেখা গেছে পেলেকে। তবে স্থানীয় সময় মঙ্গলবার রাতে হাসপাতালে ভর্তি হন ফুটবল কিংবদন্তি। প্রচণ্ড জ্বরে থরথর করে কাঁপতে কাঁপতে সেখানে যান তিনি।

বরাবরই এমবাপ্পের প্রশংসায় পঞ্চমুখ পেলে। সেই ধারাবাহিকতায় কয়েক দিন আগেও পিএসজি ফরোয়ার্ডের প্রশংসা ঝরে ব্রাজিলিয়ান লিজেন্ডের কণ্ঠে। অতঃপর ওই দিন তাদের সামনাসামনি দেখা হয়।

অনুষ্ঠানে পেলেকে দেখে সুস্থই মনে হয়। এর আয়োজন করে সুইস ঘড়ি প্রস্তুতকারক একটি প্রতিষ্ঠান। এর পর রাতে হাসপাতালে ভর্তি হন তিনবারের বিশ্বকাপজয়ী ফুটবলার।

ফ্রেঞ্চ সংবাদমাধ্যম আরএমসি স্পোর্তের বার্তা, অনুষ্ঠান শেষে রাতে প্যারিসের হোটেল থেকে হাসপাতালে যান পেলে। বুধবার বিকেল পর্যন্ত সেখানেই ভর্তি ছিলেন তিনি। তবে ফুটবলের রাজার সবশেষ শারীরিক অবস্থা সম্পর্কে জানা যায়নি।

৭৮ বছর বয়সী পেলের শারীরিক অবস্থাটা ভালো যাচ্ছে না গেল কয়েক বছর ধরে। ২০১৬ সালের রিও অলিম্পিকের মশাল জ্বালানোর কথা থাকলেও অসুস্থতার কারণে পারেননি। ২০১৮ রাশিয়া বিশ্বাকপের ড্র অনুষ্ঠানে হুইল চেয়ারে হাজির হন ফুটবলের কালা মানিক।

Exit mobile version