Site icon Jamuna Television

ক্রাইস্টচার্চ মসজিদে হামলাকারীর বিরুদ্ধে আনুষ্ঠানিক হত্যা মামলা দায়ের

ক্রাইস্টচার্চ মসজিদে হামলার ঘটনায় অভিযুক্ত অস্ট্রেলীয় নাগরিকের বিরুদ্ধে আনুষ্ঠানিক হত্যা মামলা দায়ের করা হলো। বৃহস্পতিবার, নিউজিল্যান্ড পুলিশ জানায় এ তথ্য।

বিবৃতিতে বলা হয়, ২৮ বছর বয়সী ব্রেন্টন ট্যারান্টের বিরুদ্ধে নামাজরত অবস্থায় ৫০ মুসল্লিকে হত্যা এবং ৩৯ জনকে হত্যাচেষ্টার আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে। অন্যান্য, অভিযোগগুলো এখনও বিবেচনায় রাখা হয়েছে। যারমধ্যে, অন্যতম জনসম্মুখে সামরিক স্টাইলের অস্ত্রবহন, সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার’সহ অন্যান্য অভিযোগ।

শুক্রবার, তাকে আবারও নিউজিল্যান্ডের আদালতে হাজির করা হবে। ১৫ মার্চ, ক্রাইস্টচার্চের ‘আল-নূর’ এবং ‘লিনউড’ মসজিদে হামলার আগে শ্বেতাঙ্গ এই কট্টরপন্থির বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা ছিলো। জুমার নামাজে চালানো এলোপাতাড়ি গুলিতে প্রাণ হারানোদের মধ্যে ছিলেন পাঁচ প্রবাসী বাংলাদেশি।

Exit mobile version