Site icon Jamuna Television

হারিয়ে যাওয়া সন্তানকে ফেসবুকে খুঁজে পেলেন মা

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের কল্যাণে হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পেলেন এক মা।

ঘটনাটি ঘটেছে ভারতের হায়দরাবাদে। ৮ বছর আগে হারিয়ে যাওয়া ছেলের খোঁজ পেলেন তিনি ফেসবুকে।

গত বুধবার আট বছর পর মায়ের কোলে ফিরে এসেছেন সেই ছেলে।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, ২০১১ সালের ২৬ জানুয়ারিতে হায়দরাবাদে দীনেশ জেনা লিমা নামের এক কিশোর হঠাৎই নিখোঁজ হয়ে যায়। বাইরে খেলতে গিয়ে আর বাড়ি ফেরেনি সে। সে সময় ছেলেকে হন্যে হয়ে খুঁজেছিলেন হতভাগা মা।

এক সময় সন্তানকে না পেয়ে স্থানীয় থানায় সন্তান নিখোঁজের অভিযোগ দায়ের করেছিলেন তিনি।

হায়দরাবাদ পুলিশও ছেলেকে ফিরিয়ে দিতে ব্যর্থ হয়। এভাবে কেটে গেছে ৮ বছর।

অনেক অনুসন্ধান করেও খুঁজে পাওয়া যায়নি তার ছেলেকে। ছেলেকে পাওয়ার আশা একরকম ছেড়েই দিয়েছিলেন মা।

কিন্তু সেই মা আচমকাই ৮ বছর আগে হারিয়ে যাওয়া ছেলের খোঁজ পেলেন সামাজিক যোগাযোগমাধ্যমে। তারপরেই পুলিশের সাহায্যে ছেলেকে ফিরে পেলেন তিনি।

২০১৮ সালের আগস্ট মাসে ফেসবুকে হঠাৎ একটি প্রোফাইল চোখে পড়ে ওই হতভাগা মায়ের।

তিনি প্রোফাইলের ছবিটির সঙ্গে তার নিখোঁজ ছেলের মিল খুঁজে পান। প্রোফাইলের নামটিও মিলে যায়।

বিষয়টি থানায় জানিয়ে নতুন করে একটি অভিযোগ দায়ের করেন তিনি।

এরপর হায়দরাবাদ পুলিশ আইপি অ্যাড্রেস ট্রেস করে যে তথ্য পান, দীনেশ জেনা লিমা প্রোফাইলটি পাঞ্জাবের অমৃতসর থেকে অপারেট করা হচ্ছে। এই মুহূর্তে সেই ফেসবুক আইডির মালিক সেখানেই রয়েছেন।

বিলম্ব না করে হায়দরাবাদ পুলিশের একটি দল চলে যান অমৃতসর। সেখানে গিয়ে দেখেন ওই কিশোর এক ভূস্বামীর অধীনে কাজ করছেন।

তাকে উদ্ধার করে হায়দরাবাদে নিয়ে এলে মা নিশ্চিত হন এই ছেলেই তার হারিয়ে যাওয়া দীনেশ।

Exit mobile version