Site icon Jamuna Television

রোহিঙ্গা সঙ্কটে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাজ্য: ব্রিটিশ হাইকমিশনার

রোহিঙ্গা সঙ্কটে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাজ্য এমনটাই জানিয়েছেন দেশটির হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন।

আজ রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক; ভবিষ্যতের জন্য পূর্বাভাস’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এই আশ্বাস দেন। তিনি বলেন, রোহিঙ্গা সঙ্কট মিয়ানমারের বিষয় হলেও বিষয়টি সুন্দরভাবে তদারকি করছে বাংলাদেশ।

তিনি জানান, জলবায়ু ইস্যুতে বর্তমানের মত ভবিষ্যতেও বাংলাদেশের সাথে যৌথভাবে কাজ করবে যুক্তরাজ্য। এসময়, দুদেশের মধ্যে অর্থনৈতিক উন্নয়ন সহযোগিতা, নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা, অভিবাসন ও চলমান বৈশ্বিক ইস্যু নিয়েও আলোচনা করেন বক্তারা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক। এতে সভাপতিত্ব করেন সাবেক তত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. ইফতেখার আহমেদ চৌধুরী।

Exit mobile version