Site icon Jamuna Television

সরকার খালেদা জিয়াকে হত্যার নীলনকশা করেছে: রিজভী

সরকার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হত্যার নীলনকশা করেছে বলেই তাকে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে। এ অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ।

সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মহিলা দলের সমাবেশে তিনি এ অভিযোগ করেন। রিজভী আহমেদ বলেন, সরকারের প্রতিহিংসার কারণেই খালেদা জিয়া মুক্তি পাচ্ছেন না। সরকার ক্ষমতা হারানোর ভয় পাচ্ছে। এসব অন্যায় অবিচারের শৃঙ্খল ভেঙ্গে সরকার গণজোয়ারে ভেসে যাবে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। পরে সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে মহিলাদল।

Exit mobile version