Site icon Jamuna Television

রাসেলকে ৫০ লাখ টাকা না দিলে গ্রীণ লাইন পরিবহনের মালিককে গ্রেফতার

সড়ক দুর্ঘটনায় পা হারানো রাসেল সরকারকে ৫০ লাখ টাকা আজকের মধ্যে পরিশোধ না করলে গ্রীণ লাইন পরিবহনের মালিককে গ্রেফতার করা হবে বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। সকালে হাইকোর্ট একটি বেঞ্চ এ আদেশ দেন। আজ অর্থ পরিশোধ না করলে গ্রীন লাইন পরিবহনের সব বাস নিলামে তুলে অর্থ আদায়ের নির্দেশ দেন আদালত।

আদালতের রায়ের পরও রাসেলের ক্ষতিপূরণের অর্থ পরিশোধ না করার বিষয়টি আদালতকে অবহিত করলে এ আদেশ দেন। এর আগে গত ৩১ মার্চ রাসেল সরকারকে ৫০ লাখ টাকা দিতে হাইকোর্টের আদেশ বহাল রাখে আপিল বিভাগ। গ্রীন লাইন পরিবহন কর্তৃপক্ষের করা আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হাসানের নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগ বেঞ্চ তা খারিজ করে আদেশ দেন।

এর ফলে হাইকোর্টের দেয়া আদেশ বহাল থাকে আপিল বিভাগে। গত বছর ২৮ এপ্রিল মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে গ্রীন লাইন পরিবহনের বাস রাসেলের উপর দিয়েই গাড়ি চালিয়ে দেন। এতে রাসেলের দেহ থেকে বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়।

Exit mobile version