Site icon Jamuna Television

সড়ক ও অগ্নি দুর্ঘটনায় দেশে সবচেয়ে বেশি মানুষ মারা যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

সড়ক ও অগ্নি দুর্ঘটনায় দেশে সবচেয়ে বেশি মানুষ মারা যাচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সকালে স্বাস্থ্যমন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

মন্ত্রী বলেন, দেশের সব হাসপাতালগুলোকে অগ্নি নিরাপত্তার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক করা হচ্ছে। একইসাথে অগ্নিকাণ্ডের মহড়াসহ অগ্নিনির্বাপক যন্ত্রপাতি ঠিক আছে কিনা সেদিকে খেয়াল রাখতে বলা হয়েছে বলেও জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, এছাড়াও যদি অগ্নিনির্বাপক যন্ত্রপাতি যদি ঠিক না থাকে তবে তার ব্যবস্থা নিতে বলা হয়েছে। নতুন হাসপাতাল ভবন নির্মাণে ফায়ার সেফটিকে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে বলেও জানান।

Exit mobile version