Site icon Jamuna Television

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাসের চাপায় পথচারী নিহত

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাসের চাপায় শোকরের নেছা (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছে।

বৃহস্পতিবার (০৪ এপ্রিল) দুপুরে ঢাকা-রায়পুর মহাসড়কের হজিরপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত শোকরের নেছা সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের চরচামিতা গ্রামের বাসিন্দা।

পুলিশ ও এলাকাবাসী জানায়, লক্ষ্মীপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস ঘটনাস্থলে পৌঁছালে পথচারী শোকরের নেছাকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এঘটনায় বাসটিকে আটক করা যায়নি। পরে স্থানীয় বাজারের লোকজন এসে বৃদ্ধ মহিলাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চন্দ্রগঞ্জ থানা এলাকার একটি বেসরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার উপ- পরিদর্শক মোঃ খোকন মিয়া পথচারী মহিলা সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

Exit mobile version