Site icon Jamuna Television

জাপার কো-চেয়ারম্যান হিসেবে জি এম কাদের পুনর্বহাল

জি এম কাদেরকে আবারও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান পদে নিয়োগ দেয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর প্রেসিডেন্ট পার্কের বাসভবনে রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার নেতৃত্বে তৃণমূল নেতাকর্মীরা দেখা করতে গেলে দলের চেয়ারম্যান জিএম কাদেরের পুনর্বহালপত্রে স্বাক্ষর করেন।

পরে গণমাধ্যমে এ বিষয়ে বিবৃতি পাঠান জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।

বিবৃতিতে বলা হয়, জাতীয় সংসদের বিরোধী দলের নেতা ও জাপার প্রেসিডিয়াম সদস্য জি এম কাদের এমপিকে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান পদে পুনর্বহাল করা হলো। গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক এ নিয়োগ দেয়া হলো।

গত ২৩ মার্চ তাকে কো-চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেয়া হয়েছিলো।

Exit mobile version