Site icon Jamuna Television

দর্শকদের ভালোবাসায় ছয় বছরে পা রাখলো যমুনা টেলিভিশন

ভালোবাসার পাঁচ বছর পার করলো যমুনা টেলিভিশন। পা দিলো ছয় বছরে। যে কোন ঘটনার নিরপেক্ষ ও নির্ভুল তথ্য দর্শকের কাছে পৌঁছে দেয়ার স্বপ্ন সামনে রেখে, পাঁচ বছর আগে ২০১৪ সালের এই দিনে যাত্রা শুরু করে সংবাদভিত্তিক চ্যানেল যমুনা টেলিভিশন।

সামনে থাকে ও সামনে রাখে এই স্লোগানের সার্থকতা নিয়েই এগিয়ে চলছে সবার প্রিয় চ্যানেল যমুনা টিভি। দর্শকের ভালবাসা আর অনুপ্রেরণায় অবিরাম ছুটে চলেছে চ্যানেলটি। দেশ-বিদেশের প্রতিটি সংবাদ সবার আগে জনগণের কাছে পৌঁছে দেবার অঙ্গিকার যমুনার। সংবাদ কর্মীদের মেধা আর শ্রম, সাথে সর্বাধুনিক প্রযুক্তির সংমিশ্রণ। প্রতিটি সেকেন্ডের সাথে পাল্লা দিয়ে চ্যালেঞ্জ -নির্ভুল তথ্য পৌঁছে দেয়ার।

তবে এতসব আয়োজনের সবটুকই বৃথা যদি তা দর্শকরা গ্রহণ না করে। তাই দর্শকরাই যমুনার আসল প্রাণ। বিগত দিনগুলোতে দর্শকের ভালোবাসাই প্রমাণ করে যমুনার সফলতা। আর এই ভালোবাসার শক্তিতেই দুর্বার গতিতে এগিয়ে চলবে টিম যমুনা।

Exit mobile version