Site icon Jamuna Television

ওলামা দলের আহ্বায়ক কমিটি গঠন

জাতীয়তাবাদী ওলামা দলের বর্তমান কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার এ কমিটি ঘোষণা ও আহ্বায়ক কমিটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়েছে।

প্রিন্সিপাল মাওলানা শাহ মো. নেছারুল হককে আহ্বায়ক ও প্রিন্সিপাল মাওলানা মো. নজরুল ইসলাম তালুকদারকে সদস্যসচিব এবং ৩৩ জন যুগ্ম আহ্বায়কসহ ১৩৬ জন সদস্য নিয়ে সর্বমোট ১৭১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

বিএনপির সহদফতর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপুর পাঠানো ইমেইল বার্তায় এ তথ্য জানানো হয়। এই আহ্বায়ক কমিটি ৩ মাসের মধ্যে সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত করে কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

Exit mobile version