Site icon Jamuna Television

বিজিএমইএ’র নির্বাচন চলছে

দীর্ঘ সাড়ে তিন বছর পর বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএ’র নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচন কমিশন জানিয়েছে, সব ধরণের নিয়মকানুন মেনে সুষ্ঠভাবেই ভোট অনুষ্ঠিত হচ্ছে।

তবে স্বাধীনতা পরিষদের প্যানেল লিডার জাহাঙ্গীর আলম তার পোলিং এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ করেছেন। এটাকে ভিত্তিহীন বলে জানিয়েছেন, সম্মিলিত পরিষদের পোলিং এজেন্ট ফয়জুল আহসান শামীম। দুই বছর মেয়াদি এই নির্বাচনে পরিচালনা পর্ষদের ৩৫টি পরিচালক পদে ৪৪ জন প্রার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে সম্মিলিত পরিষদের ও ফোরামের ২৬ জন, স্বাধীনতা পরিষদের ১৭ জন এবং স্বতন্ত্র একজন। চট্টগ্রাম অঞ্চলে, সম্মিলিত পরিষদ মনোনীত ৯ জন এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা এক হাজার ৯৫৬ জন।

টিবিজেড/

Exit mobile version