Site icon Jamuna Television

ইসরায়েলের কারাগারে ৬ হাজার ফিলিস্তিনি শিশু বন্দি

২০১৫ সাল থেকে কমপক্ষে ৬ হাজার ফিলিস্তিনি শিশুকে কারাগারে বন্দি করেছে ইসরায়েল। শুক্রবার, বেসরকারি উন্নয়ন সংস্থা- পিপিএ’র এক প্রতিবেদনে উঠে আসে এ তথ্য।

ফিলিস্তিনের শিশু দিবসে প্রকাশিত এই রিপোর্টে আরও উঠে এসেছে, বন্দি ৯৮ ভাগ শিশুর ওপর চালানো হয় নিমর্ম শারীরিক ও মানসিক নির্যাতন। এছাড়া, শিশুরা যৌন হয়রানির শিকার হচ্ছে- এমনটাও অভিযোগ এনজিওটির।

প্রতিবেদনে উঠে এসেছে, গাজা উপত্যকা বা পূর্ব জেরুজালেমে আন্দোলনের সময় টিয়ারগ্যাসের ধোঁয়ায় জ্ঞান হারিয়ে ফেললে বা গুলিতে আহত হলে; শিশুদের বন্দি করে ইসরায়েলি সেনাবাহিনী। এছাড়া, স্পর্শকাতর এলাকাগুলোয় রাত্রিকালীন তল্লাশি অভিযানের সময়ও আটক হয় অনেক শিশু।

পিপিএ জানায়, যেসব শিশুদের মুক্তি দেয়া হয়, তারাও দীর্ঘদিন মানসিক যন্ত্রণা, ঘুমের সমস্যায় ভোগে।
টিবিজেড/

Exit mobile version