Site icon Jamuna Television

গ্যাস সিলিন্ডার লিকেজে ৩ শিশু সন্তানসহ মা দগ্ধ

রাজধানীর কদমতলীর একটি বাসায় গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে মা ও তার তিন শিশু দগ্ধ হয়েছেন।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে কদমতলীর গিরিধারা আবাসিক এলাকার এ ঘটনা ঘটে। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দগ্ধ চারজন হলেন- ফাতেমা বেগম (৩৫) এবং তার তিন সন্তান সাফওয়ান (৫), ফারিয়া (৯) ও রাফি (১১)।

জানা গেছে, আগুন আগুন চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে। বাসার সিলিন্ডার লিকেজে আগুন ধরেছে বলে জানা গেছে।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মা ও তিন শিশুর শরীরই মারাত্মকভাবে দগ্ধ হয়েছে। তাদের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।

Exit mobile version