Site icon Jamuna Television

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রীর বাবার ইন্তেকাল

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিমের বাবা বীরমুক্তিযোদ্ধা মো. আব্দুল খালেক শেখ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইজি রাজিউন)। তার বয়স হয়েছিল ৯০ বছর।

রোববার সকাল ৭টা ২০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তিনি অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।

মন্ত্রীর বাবার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গৃহায়ণ ও গণপূর্ত সচিব মো. শহীদ উল্লা খন্দকার।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেনের পাঠানো এক বার্তায় সচিব মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

টিবিজেড/

Exit mobile version