Site icon Jamuna Television

কিছুদিন পর পর যুক্তরাষ্ট্রের এলার্ট ঘোষণা অভ্যাসে পরিণত হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে এমন কিছুই হয়নি যার কারণে কিছুদিন পর পর যুক্তরাষ্ট্রের এলার্ট ঘোষণা করতে হবে, এটি তাদের অভ্যাসে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

সকালে মিরপুর পুলিশ স্টাফ কলেজে সার্কভুক্ত দেশের পুলিশ সদস্যদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি। কেন তারা এমন করছে তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান। ৬১৪ জন চরমপন্থি আত্মসমর্পন করতে যাচ্ছে এবং তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে সব ধরণের সহায়তা করা হবে বলেও জানান তিনি। এখন পর্যন্ত খালেদা জিয়া প্যারোলে মুক্তির জন্য কোনো আবেদন করেননি বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

টিবিজেড/

Exit mobile version