Site icon Jamuna Television

ভিসির পদত্যাগের দাবিতে ববিতে আন্দোলন গড়ালো ১৩ দিনে

ভিসির পদত্যাগ দাবিতে ১৩ দিনে গড়ালো বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলন। আজ সকাল থেকে ক্যাম্পাস প্রাঙ্গণে আন্দোলন করছে শিক্ষার্থীরা। ক্লাসে ঝুলিয়ে দেয়া হয়েছে তালা।

তারা জানায়, শিক্ষার্থীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে ভিসির পদত্যাগ দাবিতে চলছে এ আন্দোলন। তাই ভিসির পদত্যাগ না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে বলে জানায় তারা।

ক্যাম্পাসের চলমান অচলাবস্থা নিরসনে গতকাল দিনভর বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে বৈঠক করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক ও সিটি মেয়র সাদিক আবদুল্লাহ। বৈঠক শেষে আজ থেকে ক্লাস-পরীক্ষা নিয়মিত চলার ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হাসিনুর রহমান।

Exit mobile version