Site icon Jamuna Television

বশেমুরবিপ্রবিতে যৌন নিপীড়ক শিক্ষকের পদত্যাগের দাবিতে আন্দোলন

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন নিপীড়নের অভিযোগ এনে তার পদত্যাগ দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা। আজ সকালে তারা ক্লাস বর্জন করে ক্যাম্পাসে মিছিল করে। এ সময় তারা অভিযুক্ত শিক্ষকের বিচার দাবি করে।

শিক্ষার্থীরা জানায়, বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান আক্কাস আলীর বিরুদ্ধে দুই ছাত্রী যৌন হয়রানির অভিযোগ তোলে গেল বছরের ডিসেম্বরে। এ ব্যাপারে কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগও করে তারা। কিন্তু, তদন্তের নামে কালক্ষেপণ করা হয় বলে অভিযোগ তাদের।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি উঠে আসলে আক্কাস আলীর যথাযথ শাস্তির দাবিতে আন্দোলন শুরু হয়। এ বিষয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Exit mobile version