Site icon Jamuna Television

পদত্যাগ করলেন মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি প্রধান নিলসেন

পদত্যাগ করলেন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি প্রধান, কার্টসজেন নিলসেন। রোববার প্রেসিডেন্ট বরাবর ইস্তফাপত্র জমা দেন তিনি। পদত্যাগের কারণ ব্যাখা করেননি ৪৬ বছর বয়সী এই কূটনীতিক।

ধারণা করা হচ্ছে, মেক্সিকো সীমান্ত প্রাচীরের বাজেট ও প্রস্তাব পাসে ব্যর্থতা থেকেই ইস্তফা। এই ইস্যুতে, বেশ কিছুদিন ধরে তার ওপর নাখোশ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০১৭ সালে, হোমল্যান্ড সিকিউরিটির সহযোগী প্রধান হিসেবে নিয়োগ পাবার পরই, মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের পূর্ণাঙ্গ বাজেট এবং অনুপ্রবেশকারী আশ্রয়প্রার্থী পরিবারদের বিচ্ছিন্ন করার মতো বির্তকিত প্রস্তাব দেন, নিলসেন। এরজন্য, বেশ কয়েকবারই বিরোধীদের কঠোর সমালোচনার মুখে পড়েন তিনি। একবছরের মধ্যে, জন কেলির স্থলাভিষিক্ত হন।

নিলসেনের পদত্যাগের পর প্রাথমিকভাবে, হোমল্যান্ড সিকিউরিটির দায়িত্ব সামাল দিবেন কেভিন ম্যাক অ্যালিনান।

Exit mobile version