Site icon Jamuna Television

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ: বন্ধ রয়েছে শাটল ট্রেন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পুলিশের সাথে ছাত্রলীগ কর্মীদের সংঘর্ষের ঘটনার জেরে আজ ছেড়ে যায়নি বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন।

সকালে ষোলশহর স্টেশন থেকে ট্রেন ছেড়ে যাওয়ার কথা থাকলেও অবরোধ প্রত্যাহার না হওয়ায় তা ছাড়েনি। নিরাপত্তা নিশ্চিত না হওয়ায় রেলওয়ে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়।

এদিকে, ক্যাম্পাস থেকে শিক্ষকদের বহনকারী বাসও আসেনি শহরে। তাই অনেকেই আজ যেতে পারেন নি বিশ্ববিদ্যালয়ে। ৩১ মার্চ ক্যাম্পাসে আধিপত্য বিস্তারের জেরে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষের পর, ছাত্রাবাসে তল্লাশি চালিয়ে বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। গ্রেফতার করা হয় ৬ জনকে। তাদের মুক্তিসহ ৪ দফা দাবিতে রোববার থেকে অবরোধের ডাক দেয় ছাত্রলীগের একাংশ। এসময় পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় ক্যাম্পাস।

Exit mobile version