Site icon Jamuna Television

মানিকগঞ্জে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

মানিকগঞ্জের শিবালয়ে চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। রোববার রাতে শিবালয় উপজেলার ইন্তাজগঞ্জ বাজারে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার দিবাগত রাত দেড়টার দিকে ওইবাজারের ইব্রাহিম মিয়ার মুদি দোকানের টিনের বেড়া কেটে ঘরে ঢোকার সময় ওই ব্যক্তি পাহাড়াদের হাতে ধরা পড়ে। এরপর বাজারের ব্যবসায়ী ও স্থানীয় লোকজন এসে গণধেলাই দিলে সে মারা যায়। তার পরিচয় পাওয়া যায়নি।

মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ জানান,খবর পেয়ে সোমবার সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। থানা পুলিশ ও পিবিআই নিহতের পরিচয় সনাক্তে কাজ করছে।

Exit mobile version