Site icon Jamuna Television

ঘুষ গ্রহণের মামলায় নাজমুল হুদার চার বছরের কারাদণ্ড

ঘুষ গ্রহণের মামলায় সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদাকে দেওয়া সাত বছরের কারাদণ্ডের সাজা কমিয়ে চার বছর করেছেন হাইকোর্ট। আর মওকুফ করে দেয়া হয়েছে তার স্ত্রী সিগমা হুদার সাজা। রায় পাওয়ার ৪৫ দিনের মধ্যে আসামিদের আদালতে আত্মসমর্পণেরও নির্দেশ দেয়া হয়েছে।

বুধবার দুপুরে বিচারপতি ভবানী সিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশে পুনঃশুনানি শেষে দুপুরে দেয়া হয় এ আদেশ। ২০০৭ সালের ২৭ আগস্ট ঢাকার বিশেষ জজ আদালত মামলাটিতে নাজমুল হুদাকে সাত বছরের কারাদণ্ড এবং আড়াই কোটি টাকা জরিমানা করেন। তার স্ত্রী সিগমা হুদাকে দেয়া হয়েছিলো তিন বছরের কারাদণ্ড। তবে, হাইকোর্টের রায়ে সিগমা হুদার কারাগারে থাকার সময়কে সাজা বলে গণ্য করে, তিন বছরের দণ্ড থেকে বাকিটা মওকুফ করা হয়েছে।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version