Site icon Jamuna Television

ইডেনের সাবেক অধ্যক্ষ মাহফুজা হত্যা মামলার প্রতিবেদন ৭ মে

রাজধানীর এলিফ্যান্ট রোডের নিজ বাসায় ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীন হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৭ মে দিন ধার্য করেছেন আদালত।

মামলাটির তদন্তকারী কর্মকর্তা নিউমার্কেট থানা পুলিশের এসআই আলমগীর মজুমদার সোমবার তদন্ত প্রতিবেদন জমা না দেয়ায় নতুন এ তারিখ ধার্য করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান শরীফ।

গত ১০ ফেব্রুয়ারি দুপুরে সায়েন্সল্যাব এলাকার সুকন্যা টাওয়ারের ১৬/সি নম্বর ফ্ল্যাট থেকে ৬৬ বছর বয়সী মাহফুজা চৌধুরী পারভীনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

রাজধানীর নিউমার্কেট থানায় স্বপ্না (৩০) ও রেশমা (৩৬) নামে দুই গৃহকর্মীসহ তিনজনকে আসামি করে গত ১১ ফেব্রুয়ারি একটি হত্যা মামলা করেন নিহতের স্বামী ইসমত কাদির গামা।

এ ঘটনার পর থেকেই ওই বাসায় কর্মরত দুই গৃহকর্মী নিখোঁজ ছিলেন, যারা মাহফুজা চৌধুরীকে হত্যা করেছেন।

পরে এজহার নামীয় তিনজনকে গ্রেফতার করে পুলিশ। তারা হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দিও দিয়েছেন।

Exit mobile version