Site icon Jamuna Television

আত্মসমর্পনের আগে পুলিশ হেফাজতে ছয় শতাধিক চরমপন্থি

আত্মসমর্পনের আগে পুলিশ হেফাজতে এসেছে ১৭ জেলার ছয় শতাধিক চরমপন্থি সদস্য।

আগ্রহীদের মধ্যে রয়েছে পূর্ব বাংলার সর্বহারা, পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি লাল পতাকা, নিউ পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি ও কাদামাটির বিভিন্ন স্তরের নেতা কর্মীরা। তারা নিজেদের কাছে থাকা অস্ত্র ও গুলি জমা দিয়েছে। অনেকের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, বিস্ফোরক ও অস্ত্র আইনে মামলা আছে।

এদিকে, আগামীকালের আত্মসমর্পন ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি। সেজে উঠছে অনুষ্ঠানস্থল পাবনার শহীদ আমিনুদ্দিন ষ্টেডিয়ামসহ তার চারপাশ। কাল বেলা তিনটায় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পন করবে চরমপন্থি সদস্যরা।

Exit mobile version