Site icon Jamuna Television

উত্ত্যক্ত করার ঘটনা দেখে ফেলায় স্কুলছাত্রকে পিটালো বখাটেরা

ঝালকাঠিতে সহপাঠীকে উত্ত্যক্ত করার ঘটনা দেখে ফেলায়, স্কুলছাত্রকে পিটিয়ে আহত করেছে বখাটেরা। শহরতলীর টাইগার মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। পরে আহত অষ্টম শ্রেণির ছাত্র পারভেজ হাওলাদারকে জেলার সদর হাসপাতালে ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, টাইগার মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করতো সহপাঠী আসিফ। শনিবার জোর করে ডায়েরি দেয়াকে কেন্দ্র করে, ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে সে। পরে বিষয়টি প্রধান শিক্ষককে জানায় ওই ছাত্রী। শিক্ষককে জানানোর ঘটনায় সন্দেহের বশে বন্ধুদের নিয়ে পারভেজের ওপর হামলা চালায় আসিফ। এই ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ব্যবস্থা নেয়া না হলে, মামলার কথা জানিয়েছে পারভেজের পরিবার।

Exit mobile version