Site icon Jamuna Television

ফেনীতে ছাত্রী ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষকের দুই দিনের রিমান্ড

ফেনী প্রতিনিধি :

ফেনীর দাগনভূঞার খুশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগে গ্রেপ্তার প্রধান শিক্ষক আবদুল করিমের (৫৫) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

সোমবার ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস.এম এমরান এই রিমান্ড মঞ্জুর করেন।

পঞ্চম শ্রেণির ওই ছাত্রীর অভিভাবক লিখিত অভিযোগে দাবি করেন-ধর্ষণের শিকার হয়ে তাদের ১২ বছরের শিশু সন্তান অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এ ঘটনায় গত শুক্রবার বিকালে ওই শিক্ষককে আটক করে পুলিশ। শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। সোমবার তাকে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত করে রিমান্ড চাওয়া হয়। আদালতের বিচারক এস.এম এমরান দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

দাগনভূঞা উপজেলার খুশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণি পড়ুয়া ওই শিক্ষার্থী এ বছর জানুয়ারি মাসে প্রধান শিক্ষকের ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠে। শিক্ষার্থীর মা দাগনভূঞা থানায় দেওয়া লিখিত অভিযোগে দাবি করেছেন, আবদুল করিম নামের ওই প্রধান শিক্ষক নিজ কক্ষে ডেকে নিয়ে গিয়ে তার মেয়েকে ধর্ষণ করে।

Exit mobile version