Site icon Jamuna Television

একসঙ্গে ছয়শ’র বেশি চরমপন্থি আত্মসমর্পণ করছে আজ

একসঙ্গে ছয়শ’র বেশি সর্বহারা আর চরমপন্থি আত্মসমর্পণ করছে আজ। জমা দেবে অস্ত্র ও গুলি। বরাবরের মতো এবারও এই আত্মসমর্পনের মধ্যস্থতায় রয়েছে যমুনা টেলিভিশন।

এরইমধ্যে পাবনা স্টেডিয়ামে আত্মসমর্পন অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ খবরে আলোড়িত দেশের দক্ষিণ-পশ্চিমের আতঙ্কিত জনপদ।

১৯৯৬ সালে এক দফা আত্মসমর্পণের পর ফের স্বাভাবিক জীবনে ফিরবে চরমপন্থিদের বড় একটি অংশ।

সর্বহারাদের আত্মসমর্পণের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ। দীর্ঘদিন পরে হলেও এতে এলাকায় স্বস্তি ফিরবে বলে আশা চরমপন্থিদের অত্যাচারের শিকার সাধারণ মানুষ।

অতীতের সেই ভুলপন্থা শুধরে নিতে যমুনা টেলিভিশনের কাছে আত্মসমর্পনের আগ্রহের কথা জানায় চরমপন্থিরা।

এরআগে যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিবেদক মুহসীন উল হাকিমের মধ্যস্থতায় আত্মসমর্পণ করে সুন্দরবন ও মহেশখালীর জলদস্যুরা।

Exit mobile version