Site icon Jamuna Television

বন্দুকযুদ্ধে যুবলীগ নেতা হত্যা মামলার আসামি নিহত

চট্টগ্রামে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে যুবলীগ নেতা হত্যা মামলার প্রধান আসামি সাইফুল ইসলাম নিহত হয়েছে।

পুলিশ জানায়, সোমবার ফটিকছড়ি থেকে মামলার অন্যতম দুই আসামি সাইফুল ও জিয়া উদ্দিনকে গ্রেফতার করে পুলিশ। তাদের দেয়া তথ্য অনুযায়ী অন্য আসামিদের ধরতে অভিযান চালায়। রাতে বাকলিয়ার কল্পলোক আবাসিক এলাকার ৫ নম্বর ব্রিজ এলাকায় গেলে পুলিশকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছোঁড়ে বলে দাবি করা হয়। এসময় পাল্টা গুলিতে নিহত হয় সাইফুল।

ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধারেরও দাবি করা হয়।

শনিবার কথা কাটাকাটির জেরে এক পর্যায়ে গুলি করে হত্যা করা হয় যুবলীগ নেতা লোকমান হোসেনকে। পরে তার মা বাদী হয়ে ৮ জনকে আসামি করে মামলা করে।

Exit mobile version